বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাইপুরে যৌতুকের দাবীতে এক গৃহবধুর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টা চালিয়েছে পাষন্ড স্বামী

By মেহেরপুর নিউজ

October 12, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ অক্টোবর: যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মুখে বিষ ঢেলে এবং তপ্ত রোডের ছ্যাকা দিয়ে রাতের আঁধারে এক সন্তানের জননী আলপনা বেগমকে হত্যা চেষ্টা চালিয়েছে তার পাষন্ড স্বামী মহিদুল। আহত আলপনা বেগম মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। তবে পাষন্ড স্বামীকে এখনও আটক করতে পারেনি পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি জানান,আসামী আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।আশাকরছি আজকের মধ্যে আসামী আটক করা সম্ভবপর হবে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়,৫ বছর আগে মেহেরপুর জেলার রাইপুর গ্রামের মতিয়ার রহমানের মেয়ের পারিবারিক ভাবে বিয়ে হয় একই গ্রামের দুবাই প্রবাসী মহিদুলের সাথে। বিয়ের পরপরই মহিদুল শ্বশুর বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক নিয়ে দুবাই পাড়ি জমায়। সম্প্রতি সে দুবাই থেকে বাড়ি ফিরে আরোও এক লাখ টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার স্ত্রীর ওপর চড়াও হয়। এ ঘটনার জের ধরে আলপনা বেগম রাতে ঘুমালে ভোর রাতে তার মুখে বিষ ঢেলে এবং তপ্ত রডের ছ্যাকা দিয়ে হত্যার চেষ্টা চালায়। আজ বুধবার প্রথম সকালে অজ্ঞান অবস্থায় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নিয়ে আসে। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান,বিষ উঠানো হয়েছে। কিন্তু পিঠের ক্ষত সারতে সময় লাগবে।