ক্রিকেট

মেহেরপুরের রাইপুর প্রিমিয়ার ক্রিকেট লীগে বুড়িপোতা জয়ী

By মেহেরপুর নিউজ

February 01, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর মাঠে অনুষ্ঠিত রাইপুর প্রিমিয়ার ক্রিকেট লীগে বুড়িপোতা জয়লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় ইসলামপুরকে ৭ উইকেটে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে ইসলামপুর ১৫.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বুড়িপোতা ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় । নিজ দলের হয়ে ১উইকেট ও ৩৭ রান মিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মাছুম ।