রাজনীতি

মেহেরপুরের রাজনগরে অবরোধ ।। ককটেল বিষ্ফোরন ।। ধাওয়া পাল্টা ধাওয়া

By মেহেরপুর নিউজ

December 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ ডিসেম্বর: প্রহসনের নির্বাচন বন্ধ ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৫ম দফার ৮৩ ঘন্টা অবরোধের ৩য় দিনের শুরুতে মেহেরপুরের রাজনগরে অবরোধ করেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটায়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে অবরোধকারীরা ছত্র ভঙ্গ হয়ে যায়। রাজনগর: আজ সোমবার ভোর থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জামায়াতের খূলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিনের নেতৃত্বে সড়কে আগুন জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে রাখে। এসময় জামায়াত নেতা আব্দুল জব্বার,সদর উপজেলা পূর্ব সভাপতি আব্দুর রহিম,জামায়াত নেতা মহাসিন আলী,আলিহিম,মিনারুল,এবং বিএনপি’র বেশ কিছু নেতা কর্মী  উপস্থিত ছিলেন। মহিলা জামায়াতের একটি দলও অবরোধ চলাকালীন সময়ে একটি বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকে। অবরোধ চলাকালে তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিষ্ফোরন ঘটালে  পুলিশ-বিজিবি’র সদস্যরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ সড়কের আগুন নিভিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে দেয়। এদিকে,অবরোধের কারনে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি দুরপাল্লা বা অভ্যান্তরিন রুটের কোনো যানবাহন।বন্ধ রয়েছে পন্যবাহী ট্রাক গুলোও। এছাড়া যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে।