রাজনীতি

মেহেরপুরের রাজনগরে পুলিশ-জামায়াত সংঘর্ষ ।। পুলিশসহ আহত ৯ ।। আটক ১

By মেহেরপুর নিউজ

August 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট:

মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের  রাজনগরের পুলিশের সাথে-জামায়াত-শিবিরের সংঘর্ষে ৪পুলিশসদস্যসহ ৯জন আহত  হয়েছে। এ সময পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর থেকে জামায়াত-শিবির কর্মীরা মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি,রাজনগর ও বারাদিতে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ রাজনগরে  পৌছে পিকেটারদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশেকে লক্ষ্য করে ইট পাটকেল চুড়তে থাকে । এ সময় পুলিশ  রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে র্সংঘর্ষের সৃষ্ট হয়। এতে ৪ পুলিশ সদস্যসহ ৯ জন আহত হয়েছে। আটক হয়েছে এক জামায়াত কর্মী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বা আহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ সময় পিকেটাররা ছত্রভঙ্গ গেলে পুলিশ অবরোধ পরিষ্কার করে সড়ক যানচলাচলের উপযোগী করে দেয়।