শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের রাজনীতিতে দূর্বৃত্তায়নের প্রভাব পড়েছে—– এমপি ফরহাদ হোসেন

By মেহেরপুর নিউজ

September 27, 2015

মেহেরপুর নিউজ,২৭ সেপ্টেম্বর: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, মেহেরপুরের রাজনীতিতে দূর্বৃত্তায়নের প্রভাব পড়েছে। অসৎ রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা  মুখে যা বলেন তা কাজে করেণ না। তিনি বলেন, পেশী শক্তি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন ওই সমস্ত রাজনীতিকরা,যা মেহেরপুরের সুস্থ রাজনীতির জন্য হুমকি স্বরুপ। তিনি রোববার সকালে আমরা ৮৫’র ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। আমরা ৮৫’র সভাপতি মোমিনুল হক জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এ এল এম জিয়াউল হক। বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক আকরামুল হক, সফিউদ্দিন,রবিন্দ্রনাথ সাহা, ইফতে খাইরুল আলম, ওয়াছেক হোসেন খান, হেকমত উল্লাহ,সুশিল কুমার চক্রবর্তি, নুরুল ইসলাম,আবুল হোসেন, নুরুল ইসলাম প্রমুখ। এর আগে ৩০ বছর পূতি উপলক্ষে মোড়ক উন্মোচন করা হয়। ফরহাদ হোসেন শিক্ষকদের উদ্যোশে করে বলেন, আমার প্রিয় শিক্ষকদের সাথে এরকম একটি আনন্দঘন মুহুর্ত কাটাতে পেরে নিজেকে ধণ্য মনে করছি। প্রধান অতিথি বলেন, মেহেরপুরের উন্নয়নে এসকল সংগঠন বিভিন্নভাবে কাজ করতে পারে। সবশেষে সেখানে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।