বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের রাধিকানগর সিএইচএস মাধ্যমিক বিদ্যালয়ের বরণ ও বিদায় অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

January 28, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রাধিকা নগর সিএইচএস মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বরণ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সিএইসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিএইসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিলন।

বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার, তোফায়েল হোসেন, আব্দুল জব্বার,আব্দুর রশিদ প্রমুখ এরআগে নবাগত শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয় এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।