ফুটবল

মেহেরপুরের রায়পুর জাগরণী ক্লাবের প্রীতি ফুটবলে হরিরামপুর জয়ী

By মেহেরপুর নিউজ

July 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রায়পুর জাগরণী ক্লাবের উদ্যোগে রাইপুর মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্বাগতিক রাইপুর জাগরনী ক্লাব ও সদর উপজেলার হরিরামপুর সীমান্ত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় হরিরামপুর সীমান্তে ক্লাব জয়লাভ করে। হরিরামপুর সীমান্ত ক্লাব ১-০ গোলে স্বাগতিক রাইপুর জাগরনী ক্লাব কে পরাজিত করে। বিজয় দলের রমে পেনাল্টি মাধ্যমে জয় সূচক গোলটি করেন।