টপ নিউজ

মেহেরপুরের রুদ্রনগরে একটি গরুর দাম ১২ লক্ষ

By মেহেরপুর নিউজ

July 03, 2020

মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর গ্রামে একটি গরুর দাম হাঁকা হয়েছে ১২ লক্ষ টাকা। গরুর মালিক জমির উদ্দিন তিনি সদর উপজেলার তেঘরিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

গরুর মালিক জানান, সাড়ে তিন বছর পূর্বে তার একটি গভীর থেকে জন্ম নেওয়া কালো রঙের এই গরুটির রুদ্রনগর তার পৈত্রিক বাড়ীতে থেকে লালন পালন শুরু করেন। গরুটি সার্বিক দেখভাল করেন তার পুত্রবধূ সুমি। বিশাল আকৃতির এই গরুটির এলাকায় একটি আলাদা পরিচিতি এনেছে। ঘাস গ্যামা, ভুট্টা,খোইল সহ বিভিন্ন ধরনের খাবার দেয়া হয় গরুটিকে নিয়ম বেঁধে। চারটি বৈদ্যুতিক পাখা রয়েছে তাকে বাতাস দেওয়ার জন্য। দিনে কমপক্ষে তিনবার গোসল করানো হয় যার পুরোটাই করেন সুমি।

ইতোমধ্যে ৫ লক্ষ টাকা দাম উঠেছে বলে দাবি করেন সুমি। আসন্ন কোরবানির হাটে গরুটি তোলার ইচ্ছা রয়েছে। বিশাল আকৃতির গরুসহ তার আরো ১২ টি গরু রয়েছে যেগুলো মাটি চরানো হলেও বিশাল আকৃতির এ গরুটিকে গোয়াল ঘরে শিকল দিয়ে বেঁধে রাখেন। পরম যত্নের সঙ্গে লালন পালন করা গরুটি আসন্ন কোরবানিতে বিক্রি করে আরো গরু ক্রয় করবেন বলে তিনি জানান।