তথ্য প্রযুক্তি

মেহেরপুরের শহরের বিদ্যুৎ বিল এখন থেকে বাংলালিংকের মাধ্যমে দেয়া যাবে

By মেহেরপুর নিউজ

January 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জানুয়ারি:

ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী মেহেরপুর শহরের বিদ্যুৎ গ্রাহকরা এখন থেকে বাংলালিংকের মাধ্যমে নিজে অথবা স্থানীয় বুথের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

এ উপলক্ষে আজ রোববার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলালিংক মেহেরপুর ডিষ্ট্রিবিউটর পয়েন্টের উদ্যোগে এক ওরিয়েন্টশন ও ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলালিংকের মেহেরপুর ডিষ্ট্রিবিউটর কার্জন আহমেদ এ প্রোগ্রামের উদ্বোধন করেন। পরে ট্রেনিং পরিচালনা করেন,বাংলালিংকের জোনাল সেলস ম্যানেজার শুভদিব বিশ্বাস।

ট্রেনিং শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী আব্দুল হামিদ,রোকনউদ্দিন ফিরোজ প্রমুখ । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মেহেরপুর ডিষ্ট্রিবিউশন পয়েন্ট ম্যানেজার শাহাবদ্দিন ট্যালেন্ট। অনুষ্ঠান শেষে সেপ্টেম্বের’২০১৩ এর সেরা ৮ জন এজেন্টকে পুরুষ্কার প্রদান করা হয়।