রাজনীতি

মেহেরপুরের শহীদ জিয়ার ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

May 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  শুক্রবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সহসভাপতি ইলিয়াস হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, আবু সুফিয়ান হাবু,আব্দুর রহিম, আরজুল্লাহ, তোফায়েল হোসেন, সহ জেলা বিএনপি’র বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।