জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরের শাহী আল সাদাত “৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫”-এ ভূষিত

By Meherpur News

August 03, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাহী আল সাদাত “৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫”-এ Social Entrepreneur ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন। বাংলাদেশের কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্যে তাঁর নেতৃত্বাধীন টিমের ধারাবাহিক উদ্যোগ ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

ঢাকার স্কাই সিটি হোটেলের ব্যাঙ্ককেট হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহী আল সাদাতের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ড. হামিদা খানম, মোঃ নূর উদ্দিন আহমেদ, রেজাবদ্দৌলা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস আরা, মনির খান, রবি চৌধুরী, দীপা খন্দকার, অভিনেতা লিয়াকত আলী, দিলারা জামান, গণমাধ্যম ব্যক্তিত্ব হাসান ইকরাম আহমেদ, সাবেক সচিব সৈয়দ মারগুব মোরশেদ প্রমুখ।

এই পুরস্কারটি মাইলস্টোন এভিয়েশন দুর্ঘটনায় প্রাণ হারানো সকল শিক্ষার্থীর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

শাহী আল সাদাত মেহেরপুর শহরের নতুন পাড়ার বাসিন্দা, তিনি শফিকুল ইসলাম ও মোছাঃ সূরা আক্তারের পুত্র। তাঁর এই অর্জন শুধু মেহেরপুর নয়, গোটা দেশের কিশোর সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।