করোনাভাইরাস

মেহেরপুরের শিবপুরে চাঁদা তুলে করোনা থেকে মুক্তি পেতে ভোজের আয়োজন

By মেহেরপুর নিউজ

March 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে চাঁদা তুলে করোনা থেকে মুক্তি পেতে ভোজের আয়োজন করার পর মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে অভিযান চালিয়ে মূল উদ্যোক্তার নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। জানা গেছে শিবপুর গ্রামের মুজিবরের ছেলে তাহের উদ্দিন ও রাহেলা খাতুন করোনা ভাইরাস রোগ থেকে মুক্তি পেতে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে সেখানে করোনা ভোজের আয়োজন করে।

পরে বিষয়টি জানতে পেরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি সেখানে অভিযান চালান। পরে সেখানে উপস্থিত জনগণকে সচেতন করেন এবং তাহের উদ্দিন ও রাহেলা খাতুন এর নিকট থেকে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়