টপ নিউজ

মেহেরপুরের শিবপুরে শাহিন নামের এক কৃষককে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

August 30, 2019

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামের মাঠে ধানের জমিতে সেচ দেওয়ার সময় পাশের একটি অনাবাদী জমিতে পানি প্রবেশ করায় শাহিন আলী নামের এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে।

শুক্রবার এঘটনা ঘটে। আহত শাহিন আলী শিবপুর গ্রামের ইয়ার আলীর ছেলে। তাকে উদ্ধার করে মেহেরপুর একটি ক্লিনিককে ভর্তি করা হয়। আহত শাহিন জানান, তিনি নিজ ধানের জমিতে সেচ দিচ্ছিলাম।

এসময় সেচের পানি পাশের আবুল হোসেনর ছেলে আঃ গনির একটি অনাবাদী জমিতে পড়ে। এতে আঃ গনি ও শাহিন আলীর মধ্যে বাকবিতন্ডের এক পর্যয়ে গনি ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে আমার পায়ে কোপ মারে।

এসময় শহিনের চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুরের একটি ক্লিনিককে ভর্তি করে। এব্যপারে মেহেরপুর সদর থানায় মামলা প্রস্তুতি চলছে।