বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শিশুসংগঠন এনসিটিএফ-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 02, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ মার্চ: শিশু সংগঠন ন্যাশন্যাল চিলড্রেন’স (এনসিটি এফ) মেহেরপুর জেলা কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন  শুক্রবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে  মো: মুত্তাকী বিল্লাহ শাফিন  ৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে, তাসনিম জান্নাত রীতু ৪৫ ভোট পেয়ে সহ -সভাপতি, এস.এম আমানুল্লাহ আল আমান ৮০ ভোট পেয়ে  সাধারণ সম্পাদক, তাসমিয়া তাবাস্সুম মোহনা বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সাধারণ সম্পাদক, মো: নাফিউজ জামান সাকিব ৬২ ভোট পেয়ে চাইল্ড পার্লামেন্ট সদস্য  (ছেলে), ফারহানা শারমীন পারিসা ৮৩ ভোট পেয়ে, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে), মো: শাহরিয়ার কবির ৪৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, জান্নাতুল ফেরদৌস রিয়া ২৬ ভোট পেয়ে শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, ইফ্ফাত আরা বৃষ্টি ৫৭ ভোট পেয়ে নিউজলেটার প্রকাশনা, তথ্য ও প্রচার সম্পাদক , ফয়সাল আলম বন্ধন ৫৭ ভোট পেয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আসিফ ইকবাল ইডেন ৫৯ ভোট পেয়ে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছে । মোট ৩৩৮ টি ভোটের মধ্যে ১৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে । নির্বাচনে রিটানিং আফিসারের দায়িত্ব পালন করেন শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্দিক।