বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শুভরাজপুরে ঐতিহ্যবাহী পালা গান অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 08, 2023

মেহেরপুর নিউজ:

আত্মশুদ্ধি, প্রেম ও দেহতাত্ত্বিক ভাবনা নিয়ে ঐতিহ্যবাহী পালা গানের আসর। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শুভরাজ পুর এই বাউল ও পালা গান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার শিল্পীরা অংশ নেয়।

আয়োজক কমিটি বলেন, অসাম্প্রদায়িক মনোভাব, জাতিবর্ণ ভেদাভেদ ও সমাজে সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এই পালা গানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন পালা গান আসরের উদ্বোধন করেন। বিপুল পরিমাণ দর্শক ঐতিহ্যবাহী পালা গান উপভোগ করেন।

অনুষ্ঠানের শুরুতেই বাদ্যযন্ত্রে দেশিয় গানের সুর ঝংকার তুলে অনুষ্ঠানের সূচনা করেন যন্ত্র শিল্পীরা। পরে ভক্ত ও অনুরাগীদের গানে গানে মাতিয়ে রাখেন বাউল শিল্পীরা।