বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শেখ পাড়াই জমি জমা সংক্রান্ত বিরোধে ইজিবাইক ভাঙচুর

By মেহেরপুর নিউজ

October 22, 2019

মেহেরপুর নিউজ:

পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর শহরের শেখ পাড়ার আসাদুল নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে পরিবারের লোকজনকে মারধর করা সহ একটি ইজিবাইক ভাঙচুর করেছে।

মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। শেখপাড়ার শান্ত মীরের ছেলে আসাদুল এর সাথে প্রতিবেশী উজির শেখ ছেলে হিরোকের মধ্যে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ওই বিরোধের জের ধরে হীরকের নেতৃত্বে তার লোকজন আসাদুলের বাড়িতে হামলা চালিয়ে আসাদুলের স্ত্রী ও মাকে আহত করে এবং আসাদুলের একটি ইজিবাইক ভাঙচুর করে। আসাদুল  বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।