বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শোলমারীতে এক যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

By মেহেরপুর নিউজ

February 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে জারাফত আলীর ছেলে জাবারুল (৩০)কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহত জাবারুল বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের জারাফত আলীর ছেলে জাবারুল কালীতলা মাঠে ধানের জমিতে সেচ দিতে যাচ্ছিল। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের ফেরু,তাহাজ ও মেহের জাবারুল কে পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে পালিয়ে যায়। পরে জাবারুলের চিৎকারে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত জাবারুল আশংকামুক্ত। তবে সুস্থ হতে বেশ কিছুদিন সময়লাগবে।