অন্যান্য

মেহেরপুরের শোলমারীতে নতুন করে বিদ্যুৎ পেল ৭২ পরিবার

By মেহেরপুর নিউজ

April 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৭ এ্রপ্রিল: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে  সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শোলমারী বাঙ্গালপাড়া গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সুইচ টিপে বিদ্যুতের উদ্বোধন করেন। সেই সাথে ওই গ্রামের ৭২টি পরিবারর বিদ্যুতের সুবিধা লাভ করলো। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড.মিয়াজান আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আলহাজ্ব আশকার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, পল্লী বিদ্যুতের জিএম আলী হোসেন, এলাকা পরিচালক এস এম আবদুল্লাহ বাবু, ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে, বিদ্যুৎ সুবিধা লাভ করায় বাদ্য বাজিয়ে আনন্দ উল্লাস করে সুবিধাভোগী গ্রাহকরা।