ক্রিকেট

মেহেরপুরের শোলমারীতে প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শোলমারী ফুটবল মাঠে শোলমারী প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জাঁকজমকপূর্ণভাবে শোলমারী প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা সেলিম রেজা উপস্থিত থেকে শোলমারী প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে সাইদুর রহমান, আমানুল্লাহ, কামরুজ্জামান, আরিফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বিকেএসপি এবং পাওয়ার ফুটবল একাদশ একে অপরের মোকাবেলা করে। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। উভয় দলই গোলের একাধিক সুযোগ পেয়েও শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পেরে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে। এর আগে আনুষ্ঠানিকভাবে শোলমারী প্রিমিয়ার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।