বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শোলমারী সীমান্তে অস্ত্র ও গুলি সহ এক অস্ত্র ব্যাবসায়ী কে আটক করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

June 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন  : ভারত থেকে কাঁটা তারের সীমানা প্রাচীর ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্ত থেকে একটি ভারতীয় রিভলবার ও তিন রাউন্ড গুলি সহ মহিরুল (৩৫) নামের এক অস্ত্র ব্যাবসায়ী কে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) শোলমারী ক্যাম্প সদস্যরা। আটক অস্ত্র ব্যবসায়ীকে রাতেই

মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আজ সোমবার সকালে তাকে আদালতে নিয়েছে পুলিশ। জানাগেছে, রোববার রাত সাড়ে ১১ টার দিকে শোলমারী গ্রামের মালোপাড়ার দিশার উদ্দিনের ছেলে অস্ত্র ব্যবসায়ী মহিরুল ভারত থেকে একটি ভারতীয় রিভলবার ও তিন রাউন্ড গুলি নিয়ে বাংলাদেশ ভূ-খন্ডে প্রবেশ করে। শোলমারী বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির টহল দল তাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশর অভ্যন্তরে ১৩০/ ৪ এস পিলার সংলগ্ন নোম্যান্সলেন্ডের কাছ থেকে অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। শোলমারী বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মালেক জানান,আটক মহিরুল একজন অস্ত্র ব্যবসায়ী। ভারত থেকে অস্ত্র নিয়ে বর্ডার পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে।