মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের বেশকিছু যুবদল নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যুবলীগে যোগদান করেছেন।
আজ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর গ্রামের যুবদল নেতা চাঁদু ও ভগার নেতৃত্বে বেশকিছু যুবদল নেতাকর্মী জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যুবলীগে যোগদান করেন। এ উপলক্ষে জেলা যুবলীগ অফিস এক সভা অনুষ্ঠিত হয়্ জেলা যুবলীগ সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে যোগদান সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম,যুবরগি নেতা নাসির উদ্দিন,জাহাঙ্গির হোসেন প্রমুখ।