বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের সকল রাস্তাঘাট এখন অবৈধ যানবাহনে ভরপুর ।। দেখার কেউ নাই

By মেহেরপুর নিউজ

January 11, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ জানুয়ারী : মেহেরপুরের সকল রাস্তা-ঘাট এখন অবৈধ নছিমন,করিমন,আলমসাধু,লাটাহাম্পার সহ স্যালো ইজ্ঞিন চালিত লাইসেন্সবিহীন যন্ত্রদানবের দখলে। ফলে রাস্তা-ঘাটে বৈধ যান এবং সাধারন মানুষের চলাচল এখন হুমকির সম্মুখীন। অবৈধ যানের নানামুখী এ সমস্যা নিয়ে রিপোর্ট করেছেন সিনিয়র রিপোটার আবু আক্তার। আজ পড়ুন এর ১ম পর্ব: প্রথম সকাল থেকে মধ্যে রাত পর্ষন্ত অবৈধযান আর উচ্চ শব্দ দূর্ষনে অতিষ্ট শহরবাসী। বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বার বার ধর্মঘটসহ নানা কর্মসূচী পালন করলেও এদের চলাচল বন্ধ হয়নি। এসব যন্ত্রদানব হাইওয়ের মাঝ দিয়ে দ্রুত গতিতে অন্যান্য গাড়ির সাথে পাল্লা দিয়ে চলাচল করে, ফলে প্রায়ই মারাত্মক দূর্ঘটনা ঘটে। এছাড়া এই যন্ত্রদানবগুলি শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে জন জীবনকে অতিষ্ঠ করে তুললেও দেখার বা বলার কেউ নেই। অভিযোগ রয়েছে মাসিক ১০০ টাকা মাসহারার বিনিময়ে এসব যানবাহন চলছে বুক ফুলিয়ে। মাঝে মাঝে প্রশাসন রাস্তায় ভ্রাম্যমান আদালতে অন্যান্য সকল বৈধ যানের জেল জরিমানা মামলা করলেও এই অবৈধ নছিমন,করিমন আলমসাধু আওতামুক্ত থেকে নির্বিগ্নে চলাচল করে। অদৃশ্য কারনে এই যন্ত্রদানবগুলির বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়া হয় না। এই সব অবৈধ যন্ত্রদানবগুলির কোন হর্ণ,ব্রেক সহ আনুসাঙ্গীক সুবিধা না থাকায় এরা অন্ধ কালা বোবার মত  দ্রুত গতিতে চলায় রাস্তায়  অন্যান্য চলাচলকারীদের দূর্ঘটনার আশংকা বহু গুণে বেড়ে যায় এবং অহরহ দূর্ঘটনা ঘটে দিনদিন হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাতের বেলা মোটর সাইকেলের লাইট ব্যবহার করে চলার সময়  এদের বিপরীত দিক থেকে আসা ব্যাক্তি লাইটের ছটায় সমনে কিছুই দেখা পায় না এবং রাস্তার নিয়ম কানুন না মানায় সাধারণ চলাচল কারীরা চরম ঝুকির মধ্যে পড়ছে। মেহেরপুর পৌর সভার পাকুড়তলা মোড়ে অসংখ্য নছিমন, করিমন, আলগামন, আলমসাধু, পাওয়ারট্রলির অবস্থান সর্বদা চোখে পড়ে কিন্তু ট্রাফিক সার্জেন্ট বা পৌর কতৃপক্ষ কেউ কোন ব্যবস্থা না নেয়ায় গুরুত্বপূর্ণ রাস্তাটিতে সর্বদা যানজট লক্ষ করা যায়। বিকট শব্দে দ্রুত গতিতে চলার কারণে রাস্তার আশে-পাশের লোকজন ছোট ছেলে মেয়েদের নিয়ে সর্বদা উদ্বিগ্ন থাকে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগ বারবার এই অপশক্তির কাছে ভুলুন্ঠিত হয়েছে।