টপ নিউজ

মেহেরপুরের সঙ্গীত প্রশিক্ষক টাবলু আর নেই, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

By মেহেরপুর নিউজ

July 21, 2019

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক এখলাসুর রহমান টাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুম টাবুল মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার কালু পাকালির ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার এ মৃত্যুতে মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। তিনি একাধারে সঙ্গীত শিল্পি, প্রশিক্ষক এবং তবলা বাদক ছিলেন। তিনি সদালাপী এবং নিরঅহংকারী মানুষ ছিলেন। জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গুণি শিল্পি হিসেবে অ্যাওয়ার্ডও পেয়েছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে কলেজ মোড়ের পৌর কবরস্থানে দাফন করা হবে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, এখলাসুর রহমান টাবুল মেহেরপুর শিল্পকলা একাডেমীর জন্মলগ্ম থেকেই জড়িত। তিনি একজন গুণি শিল্পি এবং গুনীজন ছিলেন। তার মৃত্যুতে মেহেরপুরের সাংস্কৃতিক জগতে বিশাল শূন্যতার সৃষ্টি হলো। যা পুরণ করা সম্ভব না। জেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এদিকে সঙ্গীত শিল্পি এখলাসুর রহমান টাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা জাসাসের সভাপতি মাহফুজুর রহমান অশেষ ও সাধারণ সম্পাদক খন্দকার বাকাবিল্লাহ।