বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ‘স’মিলে ভ্রাম্যমান আদালত \ বৈধ কাগজ-পত্র না থাকায় জরিমানা আদায়

By মেহেরপুর নিউজ

May 10, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১মে: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে  মঙ্গলবার মেহেরপুরের বিভিন্ন ‘স’ মিলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মিলের বৈধ কাগজ-পত্র না থাকায় জরিমানা আদায় করা হয়েছে। সহকারি কমিশনার সুধির কুমার হাওলাদারের নেতৃত্বে মেহেরপুর জেলা শহর ও সদর উপজেলা বারাদী বাজার এলাকায় ওই আদালত বসানো হয়। এসময় বৈধ কাগজ-পত্র না থাকায় ৪ জন মিল মালিকের ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।