বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সাংস্কৃতিক সংগঠক জাহিদ হাসান গোরা আর নেই

By মেহেরপুর নিউজ

March 03, 2019

মেহেরপুর নিউজ, ০৩ মার্চ: সাংস্কৃতিক সংগঠক জাহিদ হাসান গোরা (৫৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়অ ইন্না ইলাহি রাজিউন)। শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। জাহিদ হাসান গোরা মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন মেহেরপুর জেলা উদীচী ও গোধূলি শিল্প গোষ্ঠীর একজন সংগঠক। একজন গীতিকার হিসাবে যেমন অনেক গান রচনা করেছেন তেমনি একজন সুরকার হিসাবেও নিজের রচিত গান ছাড়াও বিভিন্ন গানে সুর দিয়েছেন। এছাড়া তিনি আধুনিক নাটক নিয়েও কাজ করেছেন। যদিও তিনি একজন ব্যবসায়ী ছিলেন কিন্তু শিল্প সংস্কৃতিই ছিল তাঁর সাধনা।

মরহুমের পারিবারিক সূত্রে জানাি গেছে, বাদ জোহর শেখপাড়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, শামীম জাহাঙ্গীর সেন্টু, মফিজুর রহমান মফিজ, জেলা শিল্পকলা একাডেমি ও মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমি পরিবার, মেহেরপুর নিউজ এর সম্পাদক পলাশ খন্দকার, বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক মাহবুবুল হক পোলেন, অরণি থিয়েটার ও অরণি চিলডেন্স থিয়েটারের সভাপতি নিশান সাবের ও সাধারণ সম্পাদক আতিক স্বপন, সাংবাদিক মাহাবুব চান্দু, সাংস্কৃতিক কর্মী শাফিনাজ আরা ইরানী, সেলিনা চৌধুরী, মাহবুবুল হক মন্টু, শাশ্বত নিপ্পন, সুলতানা রাজিয়া টনি, অঞ্চল ভট্টাচার্য্য, মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বি এম জাহিদ হাসান রাজিব, সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহম্মেদ, সাধারণ সম্পাদক নুরে আলম, জেলা শিল্পকলা একাডেমির সাবেক নির্বাহী সদস্য তৌফিকুর রহমান রানা, কাজী কামরুজ্জামান বাবু, আরিফুর রহমান খান চমক, আবু তালেব, সাইদুর রহমান বিপ্লব সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।