বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সাবেক ফুটবলারদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

August 11, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর স্পোটিং ক্লাবের উদ্যোগে মেহেরপুরের সাবেক ৩৫ ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।

মেহেরপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি সাজ্জাদুল আনামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মিয়া, সরকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট সুধাংশু বিশ্বাস, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম,ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন। সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুরের সাবেক খেলোয়াড় মাসুদ করিম ধলস, মাসুদ রানা রুমেল,মনিরুল ইসলাম মনি, মশিউর রহমান কচি , হাসেম আলী, আব্দুর রহমান, রমজান আলী, এমদাদুল হক, এস এম ফয়সাল ফয়জি, আব্দুস সালাম, খন্দকার আবু সামাযইন,রেজাউল হক, আবু ইউসুফ মিরন, সালেউদ্দিন আহমেদ আবলু, আব্দুস সামাদ ইয়ারুল ইসলাম,আব্দুর রহমান, আব্দুস সালাম, সেলিম রেজা, আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান বড়বাবু, ইয়াসিন আলী শামীম, শামীম বশির, অ্যাডভোকেট আব্দুস সালাম, মাসুদ রানা লালু, আব্দুস সালাম, এ কে আজাদ টিটু,রকিবুল ইসলাম মিঠু, সাজ্জাদুল আনাম, মতিয়ার রহমান বিল্টু, এস এম ইলিয়াস, আবু আমানুল্লাহ মন্টুকে সম্মাননা ক্রেজ প্রদান করা হয়।