বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সাবেক মেয়র মাহফুজুর রহমান রিটন ঢাকায় আটক

By Meherpur News

July 01, 2025

মেহেরপুর নিউজ :

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলার ভিত্তিতে ঢাকার বনানী থানায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মাহফুজুর রহমান রিটনকে ঢাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তবে এই বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে মেহেরপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।