ক্রিকেট

মেহেরপুরের সাহেবপুর মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্ণামেন্টে রায়পুর জাগরনী ক্লাব চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

December 17, 2019

তৃণমূল ক্রিকেট অফ বাংলাদেশ (টিএমসিপি)র উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শাহেবপুর মাঠে অনুষ্ঠিত আন্ত ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্ণামেন্টে রায়পুর জাগরনী ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় রায়পুর জাগরণী ক্লাব ১৪ রানে আমদহ একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রায়পুর জাগরণী ক্লাব ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৭ সংগ্রহ করে দলের পক্ষে মোবারক ২৬ রান মাসুদ ১৮ রান করেন।আমদহের পক্ষে মজিবুল ৩ উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে আমদাহ একাদশ ১৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৩ রান করে। দলের পক্ষে ডালিম ৩৩ রান করেন। রায়পুর জাগরণীর পক্ষে পাপ্পু ৩ উইকেট লাভ করেন।

খেলা রায়পুর জাগরণীর মাসুদ ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, সাহেবপুর এর ফিরোজ সর্বোচ্চ রান সংগ্রহকারী, রাজু সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী, রায়পুরের মোবারক ও রায়পুর মিঠুন সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন।

খেলা শেষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় টিএমসিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন