জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরের সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশীকে পুশব্যাক করেছে বিএসএফ

By মেহেরপুর নিউজ

February 10, 2017

মেহেরপুর নিউজ,১০ ফেব্রুয়ারি: মেহেরপুর মুজিবনগর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোস’র্র (বিএসএফ) সদস্যরা। তবে এ ব্যাপারে কিছু জানাতে পারেনি বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের তাদের পুশব্যাক করা হয়েছে। এদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাতক্ষীরা জেলার আল মামুন, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, কাউসার আলী, তরিকুল ইসলাম, সাদ্দাম হোসেন, বরিশাল জেলার মিন্টু হাওলাদার ও মিরাজ আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে রিক্সা চালিয়ে, শ্রমবিক্রি করে জীবীকা নির্বাহ করতেন। কেউ কেউ ভারতে যাবার সময় বিএসএফের হাতে আটক হয়ে কারাভোগ করেন। ভারতের বিভিন্ন জেলে সাজাভোগ করার পর কয়েকদিন আগে তারা ছাড়া পায়। তাদের ভারতের নদীয় জেলার চাপড়া থানা পুলিশ এক জায়গায় করে। পরে বৃহস্পতিবার মধ্যরাতে তাদেও বিভিন্ন ভাগে ভাগ করে ওই সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে বলে জানা গেছে। মুজিবনগর বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, পুশব্যাকের ঘটনা তাদের জানা নেই।