বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের নুরপুরে বন্ধুকযুদ্ধে চার জন নিহত

By মেহেরপুর নিউজ

March 14, 2017

মেহেরপুর নিউজ,১৪মার্চ:

মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে চার যুবক নিহত হয়েছে। নিহতরা হলো- সাদ্দাম হোসেন (২৫), রমেশ কর্মকার (২৪), সোহাগ হোসেন (২৭) ও কানন হোসেন (২৫)। এদের মধ্যে সাদ্দাম হোসেন একই উপজেলার সোনাপুর গ্রামের ভাদু হোসেনের ও রমেশ কর্মকার বনমালী কর্মকারের ছেলে। এছাড়া কানন পাশের পিরোজপুর গ্রামের মনির হোসেনের এবং সোহাগ টুঙ্গি গোপালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গত সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার নুরপুর মোড়ে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ পুলিশের সাত সদস্য আহত হয়েছে। সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার সোনাপুর কাঠালপোতা গ্রামে দুই আওয়ামীলীগ কর্মী হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে সন্ত্রাসীদের একটি দল গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতের সহকারী পুলিশ সুপার আহসান হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ত্রাসীদের ধাওয়া করে। এসময় তারা নুরপুর মোড়ের একটি মাঠে পৌছালে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশের তাদের মোকাবেলা করথে পাল্টা গুলি ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই নিহত হয় চারজন এবং বাকী সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ সাত পুলিশ সদস্য আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতরা সোনাপুর গ্রামের আব্দুল মজিদ ও আসাদুল হত্যার সাথে জড়িত বলে ধারনা করছে পুলিশ। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪ টার দিকে গুলিবিদ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এদিকে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সকাল ১১ টায় সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।