টপ নিউজ

মেহেরপুরের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে খাদ্য পন্য সামগ্রি উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 12, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের বড় বাজারে অভিযান চালিয়ে মেয়াদবিহীন চানাচুর, শনপাপড়ী,খাজা,আচার খেলনা,সহ অনিরাপদ,ও মানসম্পন্ন নয় এমন খাদ্য পন্য সামগ্রি উদ্ধার করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে এসকল খাদ্য সামগ্রী আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জানা গেছে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় কুষ্টিয়ার কুমারখালীর শামসুদ্দিনের ছেলে কায়েম উদ্দিন এর কাছ থেকে বিপুল পরিমাণ মেয়াদবিহীন চানাচুর, শনপাপড়ী,খাজা,আচার খেলনা,সহ অনিরাপদ,ও মানসম্পন্ন নয় এমন খাদ্য পন্য,সামগ্রি জব্দ করা হয় এবং সেগুলো মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব নদের পার্শে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উক্ত ব্যবসায়ী কায়েম আলীকে ইতিপূর্বেই তিন বার সতর্ক করে দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘ দিন যাবৎ উক্ত ভেজাল মালামাল, খাদ্যপন্য কুস্টিয়া থেকে এনে মেহেরপুর জেলার বিভিন্ন দোকানে দোকানে সরবরাহ করে আসছেন । নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী এই সব নিষিদ্ধ খাদ্য সামগ্রি জব্দ ও ধ্বংস করা হয়েছে।