করোনাভাইরাস

মেহেরপুরের সড়কে সেনাবাহিনী টহল

By মেহেরপুর নিউজ

March 26, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনী মাঠে নেমেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর শাহরিয়ার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মেহেরপুর প্রধান প্রধান সড়কের টহল দেন ।

এর আগে সকাল থেকে মেহেরপুর শহর মূলত অনেকটাই ফাঁকা ছিল। দুপুরের দিকে সেনা সদস্যরা মাঠে আসার পরপরই শহরের প্রধান সড়কে একেবারে ফাঁকা হয়ে যায়।

সেনাবাহিনী বিদেশ থেকে ফেরত আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাঁদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টিন নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। বিভাগীয় ও জেলা শহরগুলোয় সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তা দিতে সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে।