বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের সড়ক দূর্ঘটনায় সাবেক ব্যাংকারের মৃত্যু

By মেহেরপুর নিউজ

November 25, 2015

মেহেরপুর নিউজ,২৫ নভেম্বর: মেহেরপুর শহরের তাহের ক্লিনিনের সামনের সড়কে সড়ক দূর্ঘটনায় আবু তালেব(৬৫) নামের পথচারী নিহত হয়েছেন। নিহত আবু তালেব মেহেরপুর সোনালী ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে কয়েকবছর আগে চাকরী জীবন শেষ করেন। তিনি মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজিবুর রহমান পিন্টুর পিতা। তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আবু তালেব বাড়ি থেকে বের হয়ে পাড়ার একটি দোকানে যাওয়ার উদ্যোশে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কিছুক্ষন চিকিৎসা নেয়ার পর তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক হাদিছুর রহমানও আহত হয়েছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তিনি মারা যান। এদিকে সাবেক ব্যাংকার আবু তালেবের মৃত্যুতে ভারতের দিল্লিতে বসবাসরত তার ভাগ্নি মাহফুজুর রহমান খোকন মেহেরপুর নিউজের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমেবদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।