বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের হরিরামপুর গ্রামের মাঠ থেকে ভারতে পাচার হওয়ার সময় ৫ মন মরিচ আটক করেছে বিজিবি

By মেহেরপুর নিউজ

July 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৭ জুলাইঃ মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে  বাংলাদেশে উৎপাদিত ৫মন মরিচ ভারতে পাচার হওযার সময় ইছাখালী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র সদস্যরা  হরিরামপুর মাঠের ভিতর থেকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডয়েরী হয়েছে বলে মেহেরপুর সদর থানার ওসি জানান। ইছাখালী বিজিবি ক্যাম্পে কমান্ডার হাবিলদার মালেক জানান, আজ শুক্রবার বিকালে বাংলাদেশি মরিচ হরিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এই মর্মে খবর পেয়ে বিজিবি সদস্যরা হরিরামপুর মাঠের ভিতরে অভিযান চালায়। বিজিবি সদস্যরা বাংলাদেশি ৫মন মরিচ আটক করে। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মরিচের বস্তা ও সাইকেল ফেলে পালিয়ে যায়।