মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুলাই: মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাসানের গোডাউনে অভিযান চালিয়ে ১৮৪ বস্তা সরকারী গম উদ্ধার করে গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।উদ্ধার কৃত গম স্থানীয় ইউপি মেম্বার আব্দুল জব্বারের জিম্মায় রাখা হয়েছে বলে জানান ভ্রাম্যমান আদালত। জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের হাসানের গোডাউনে অভিযান চালায়। এ সময় সরকারী সিলমোহর কৃত ১৮৪বস্তা গম উদ্ধার করে গোডাউন সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।উদ্ধারকৃতগম আমঝুপি ফুড গোডাউনের গম বলে জানায় ভ্রাম্যমান আদালত। তবে ঐ গোডাউনের ব্যবসায়ীরা দাবী করেন তাদের গম আমঝুপি ফুড গোডাউনে রাখার পরে তারা আবার তা নিয়ে আসে।উদ্ধারকৃত গম স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেরপুর সংবাদকে বলেন, উদ্ধারকৃত ১৮৪ বস্তাগম সহ গোডাউন সিলাগালা করা হয়েছে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা পর্যন্ত উদ্ধারকৃত ১৮৪ বস্তাগম সহ গোডাউন স্থানিয় ইউপি মেম্বার আব্দুল জব্বারের জিমম্মায় রাখা হয়েছে।