করোনাভাইরাস

মেহেরপুরের হোটেল বাজার একটি বাড়িতে অগ্নিকাণ্ড

By মেহেরপুর নিউজ

April 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে দিকে হোটেল বাজার শহীদ গফুর সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুপুরের দিকে হোটেল বাজার শহীদ গফুর সড়কের ছানোয়ার হোসেনের বাড়ির পাট খড়ির গাদা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা সেখানে পৌঁছে আগুন আয়ত্তে আনে।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জাহিদুর রহমান জানান। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।