বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ১১টি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 13, 2016

মেহেরপুর নিউজ, ১৩ আগষ্ট: তথ্য ও যোগযোগ প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্দ্যেশে সারা দেশের আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় মেহেরপুর জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ল্যাবে ১৭টি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর রয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নাম ফলক উম্মোচনের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন। পরে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মান্নাফ কবির, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু। অন্যদর মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আফজাল হোসেন, মৃুক্তিযোদ্ধা মতিয়ার রহমান প্রমুখ। উদ্বোধন কালে সংসদ সদস্য ফরহাদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফেসবুক ব্যবহার করে অযথা সময় নষ্ট না করে প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। এই ল্যব থেকে তোমরা শিক্ষনীয় অনেক কিছু শিখতে পারবে। এখান থেকে শিখে তোমরা নিজেরাও ইন্টারনেটের মাধ্যমে আয় করতে পারবে। সংসদ সদস্য বলেন, বোমা তৈরি হয়েছিল বড় বড় পাহার ধ্বংস করে যোগাযোগরে রাস্তা তৈরি করার জন্য। সেই বোমা মানুষকে হত্যা করার জন্যও ব্যবহার হচ্ছে। প্রযুক্তির যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। সদর উপজেলার উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক বলেন, সদর উপজেলায় ৪টি সহ জেলার ১১টি বিদ্যালয়ে এই ল্যাব একযোগে উদ্বোধন করা হল। এখান থেকে শিক্ষার্থী প্রযুক্তির নানা ব্যবহারসহ ৫টি ভাষার উপর জ্ঞান অর্জন করতে পারবে। এর আগে জেলা প্রশাসক পরিমল সিংহ সদর উপলজেলার মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন করেন। একই ভাবে জেলার তিন উপজেলার আর ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে ওই ল্যাবের উদ্বোধন করা হয়।