বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের ২ টি আসনের ১৭৮ টি কেন্দ্র অনুষ্ঠিত হবে ভোটগ্রহন ।। অধিক ঝুকিপূর্ন ৬১ টি কেন্দ্র

By মেহেরপুর নিউজ

January 02, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জানুয়ারী: আগামী ৫ জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচন। বাকি আর ২ দিন।  মেহেরপুরের ২টি আসনে ১৭৮টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে মেহেরপুর ১ (সদর ও মুজিবনগর) আসনে  ৯৮টি যার মধ্যে পৌর এলাকায় ১০টি,সদরে ৬০টি,মুজিবনগরে ২৮ টি এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে ৮০টি, যার মধ্যে পৌর এলাকায় ৬টি কেন্দ্রে রয়েছে। ১৭৮টি কেন্দ্রে ৪ লক্ষ ৫৬ হাজার ৫৬৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করার সুযোগ পাবেন। এর মধ্যে মেহেরপুর-১ আসনে পুরুষ ভোটার ১ লক্ষ ২২ হাজার ২৪৯ এবং মহিলা ভোটার  ১ লক্ষ ২৬ হাজার ৯০ জন এবং মেহেরপুর-২ আসনে পুরুষ ভোটার ১ লক্ষ ২ হাজার ১১৫ জন এবং মহিলা ভোটার ১ লক্স ৬ হাজার ১২১ জন । তবে বিরোধীদলসহ অধিকাংশ রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় এবং বর্তমান পরিস্থিতিতে সবগুলো কেন্দ্রকেই ঝুকিপূর্ন মনে করছে নির্বাচন কমিশন। এর মধ্যে  ১ আসনে ৩২টি এবং মেহেরপুর-২ আসনে ২৯ টি কেন্দ্রকে অধীক ঝুকিপূর্ন হিসেবে ধরা হয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলায় অধিক ঝুকিপূর্ন সেন্টার ২০ টি: মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়, মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, তাঁতীপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা, শোলমারী মাধ্যমিক বিদ্যালয়, বুড়িপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয, আমঝুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হিজুলী সরকারী প্রাথমিক বিদ্যালয, রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয, বামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চকশ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নতুন দরবেশে সরকারী প্র্থামিক বিদ্যালয, ঝাউবাড়িযা সরকারী প্রাথমিক বিদ্রালয, কোলা সকারী প্রাথমিক বিদ্যালয, চাঁদবিলি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

মুজিবনগর উপজেলায় অধিক ঝুকিপূর্ন সেন্টার ১২ টি : দারিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়, দারিয়াপুর গাউছিয়া দাখিল মাদ্রাসা, মোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোনাখালী মাধ্যমিক বিদ্যিালয়, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয, কেদারগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, তারা নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনন্দবাস মিয়া মনসুর একাডেমী, মহাজনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। গাংনী উপজেলায় অধিক ঝুকিপূর্ন সেন্টার ২৯ টি : গাড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয, রাধাগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হিন্দা সরকারী প্রাথমিকি বিদ্যালয, কাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয, হাড়াভাঙ্গা ডিএইচ সিনিয়র ফাজিল মাদ্রাসা, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, বামন্দি নিশপিুর স্কুল এন্ড কলেজ, রামনর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, হোগলবাড়িয়া -মোহাম্মদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয, বাওট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছাতিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়, বানিয়াপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চেংগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জোড়পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাহারবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাড়াডোব সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়,  জুগিন্দা সরকারীপ্রাথমিকি বিদ্যালয়, কসবা সরকারী প্রাথমিকি বিদ্যালয়, ধানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয, চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চেগৈাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মাহমুদ হোসেন মেহেরপুর নিউজকে বলেন, নির্বাচনী প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন এবার সবগুলো কেন্দ্রকেই ঝুকিপূর্ন হিসেবে ধরে আমরা নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছি। সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরী প্রস্তুত রাখা হয়েছে।