বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ৩ সড়কে ইজিবাইক চালনোর দাবিতে সমাবেশ ।। এমপি’র আশ্বাস

By মেহেরপুর নিউজ

August 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ আগষ্ট: মেহেরপুরের ৩টি সড়কে (কাথুলী, আটকবর ও মুজিবনগর) ইজিবাইক চালনোর দাবিতে আবারো সমাবেশে করেছে মেহেরপুর জেলা ইজিবাইক মালিক ও চালক সমিতির নেতাকর্মীরা। সমাবেশ শেষে তারা মেহেরপুর মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন কাছে দাবি জানালে সংসদ সদস্য ইজিবাইক মালিক ও চালক সমিতির সদস্যদের ২দিন ধৈয্য ধরার আহবান জানিয়ে বলেন এর মধ্যে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে একটি সমাধানের পথ তৈরি করা হবে। শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে ওই তিন সড়কে ইজিবাইক চালাতে দেয়ার দাবি জানিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাজ্জাদুল আনাম, সাধারণ সম্পাদক আল মামুন, মালিক মাহবুবুর রহমান, চালক মাবুদ আলী, বিল্লাল হোসেন প্রমুখ। সমাবেশে জেলার বিভিণœ এলাকার সহস্রাধীক ইজিবাইক মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সংগঠনের সভাপতি সাজ্জাদুল আনাম পুলিশ প্রশাসনকে উদ্যোশে করে তার বক্তব্যে বলেন, এতোগুলো মানুষের পেটে লাথি মারবেন না। গনতান্ত্রিক দেশে সবার অধিকার আছে নিজ নিজ কাজ করে জীবনযাপন করার। আপনারা এক পক্ষকে গাড়ি চালাতে দেবেন আর আমাদের দেবেন না এটা হতে পারে না। সমাবেশে শেষে তারা মেহেরপুর কমিউনিটি সেন্টারে এসে সংসদ সদস্য ফরহাদ হোসেনের কাছে দাবি জানালে, সংসদ সদস্য তাদের দাবি শুনে বলেন, আপনারা অনেক ধৈর্য্য ধরেছেন। আর ২টা দিন ধৈর্য্য ধরেন। এর মদ্যে বাস মালিক, পুলিশ প্রশাসন ও আপনাদের সাথে আলোচনা করে একটি সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বাসমালিকদের সংগঠন একটি ঐতিহ্যবাহী সংগঠন। যাদের কর্মকান্ডের সাথে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা জড়িত। তাই আপনাদের প্রতি আহবান আপনারা আর ২টা দিন ধৈর্য্য ধরেন। সম্প্রতি, ওই তিন সড়কে ইজিবাইক চালানো বন্দের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মেহেরপুর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা বাস ও মালিক সমিতির নেতৃবৃন্দরা। পরে পুলিশ প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে জেলার বিভিন্ন সড়কে মাইকে প্রচার করে ওই তিন সড়কে ইজি বাইক চালাতে নিষেধাজ্ঞা দেয়।