শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরের ৪ টি কেন্দ্রে ৬ হাজার ৫শ’ ৮৮ জন পরীক্ষার্থী জে এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে

By মেহেরপুর নিউজ

November 04, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম , ০৪ নভেম্বর :

সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার মেহেরপুরেও এক যোগে জুনিযর স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১০ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম বছরে জেলার মোট ৪ টি কেন্দ্রে ৬ হাজার ৫শ’ ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃংখলা রক্ষার্থে পুলিশ প্রশাসনও নিয়েছে সব ধরনের প্রস্তুতি।

জানা গেছে, জুনিযর স্কুল সার্টিফিকেট ( জে এস সি ) পরীক্ষায় প্রথম বছরে মেহেরপুর জেলা থেকে মোট ৬ হাজার ৫শ’ ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এবছর জেলার  ৪ টি মূল কেন্দ্র হয়েছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ২ টি কেন্দ্রে মোট ২ হাজার ৩ শ’ ২৯ জন রয়েছে। এদের মধ্যে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে  এক হাজার ৪ শ’ ৪৭ জন ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ শ ৮২ জন পরীক্ষা দিবে। একই সাথে গাংনী উপজেলার একটি মূল কেন্দ্রসহ ৩ টি কেন্দ্রে ২ হাজার ৮ শ’ ৪৪ জন এবং মুজিবনগর উপজেলায় একটি মূল কেন্দ্রসহ ২ টি কেন্দ্রে এক হাজার ৪ শ’ ১৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে