ইতিহাস ও ঐতিহ্য

মেহেরপুরের ৫ শহীদ রোভার সদস্যদের মৃত্যু বার্ষিকী আজ

By মেহেরপুর নিউজ

October 23, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ অক্টোবর:

আজ ২৩ অক্টোবর মেহেরপুরের সেই শোকবহ দিন। ১৯৯৭ সালের আজকের এই দিনে মেহেরপুরের ৫ টি তরতাজা প্রাণ ঝরে পড়ার দিন। মেহেরপুর থেকে রোভার স্কাউটের একটি দল ১৯৯৭ সালের ২২ অক্টোবর রাতে ৭ম রোভার মুট ও ৯ম এশিয়া প্যাসিফিকে অংশ নেয়ার জন্য সিলেটের লাক্কাতুড়া চা বাগানের উদ্দেশ্যে রওনা দেন। ২৩ অক্টোবর ভোরের দিকে রোভার সদস্যদের বহনকারী বাসটি ঢাকার অদূরে মানিকগঞ্জের ধামরাই এলাকায় দূর্ঘটনার কবলে পড়লে রোভার সদস্য মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার জাভেদ ওসমান, নীলমনিহল পাড়ার মাসুম, মনিরুল, সদর উপজেলার উজুলপুর গ্রামের মাহফুজুর রহমান ও মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের আমিনুল ইসলাম ঘটনা স্থলে মৃত্যু রবন করেন। ওই ঘটনায় সারা মেহেরপুর জুড়ে শোকের ছায়া নেমে আসে। সে থেকে প্রতি বছর ২৩ অক্টোবর  মেহেরপুর জেলা রোভারের উদ্যোগে দিনটি যথাযথভাবে পালন করে আসছে। শহীদ রোভার সদস্যদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে মরহুম রোভার সদস্যদের মাজার জিয়ারত, পবিত্র কোরান তেলোয়াত, আলোচনা সভা রয়েছে।