মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৩ মার্চ: মেহেরপুর প্রেসক্লাব চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গঠিত প্রজন্ম মুজিবনগরের গনজাগরন মঞ্চের কর্মসূচী শুন্য হয়ে পড়েছে । শাহাবাগ প্রজন্ম চত্বরের ঘোষিত জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিও মেহেরপুরে পালনের খবর পাওয়া যায়নি। গত শুক্রবার থেকে প্রজন্ম মুজিবনগরের গণজাগরন মঞ্চ শুণ্য পড়ে রয়েছে । তবে কি কারনে তারা কর্মসূচী পালন করছেন না এ ব্যপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি? বৃহস্পতিবার সন্ধ্যায় জামাত-শিবির শহরে তান্ডব চালিয়ে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, মোটরসাইকেল ও প্রজন্ম মুজিব নগর মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে দেয়। পরদিন শুক্রবার মঞ্চটিকে আবারো সাজিয়ে তোলে প্রজন্ম মুজিবনগরের উদ্যোক্তরা। কিন্তু কৌশলগত কারনে নাকি হামলার ভয়ে শুক্রবার থেকে গনজাগরন মঞ্চে কোনো কর্মসূচী তারা পালন করছে না তা নিশ্চিত করে জানা যায়নি। যদিও প্রজন্ম মুজিবনগরের উদ্যোক্তারা বলছেন কৌশলগত কারনে তারা বিভিন্ন স্থানে গনসাক্ষর কর্মসূচী পালন করছেন বলে দাবী করেন। প্রজন্ম মুজিবনগরের অন্যতম নেতা মাহবুবুল হক মন্টু মেহেরপুর নিউজকে বলেন,এখন গণসাক্ষর অভিযান চলছে কৌশলগত কারনে আমরা প্রজন্ম মুজিবনগরের গনজাগরন মঞ্চে কার্যক্রম বন্ধ রেখেছি। প্রজন্ম মজিবনগর চত্তরের আরেক নেতা নিশান সাবের বলেন,আমাদের গণসাক্ষর আভিযান চলছে। অন্যান্য কার্যক্রম সমন্ধে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তিতে জানাবো। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য কর্মী আনোয়ারুল ইসলাম বলেন, আমার ধারনা আর্থিক কারনে মুজিবনগর চত্বরের কার্যক্রম বন্ধ থাকতে পারে। সাংস্কৃতি ব্যক্তিত্ব শামিম জাহাঙ্গীর সেন্টু বলেন ,বন্ধ হবার কারন মনে হয় অতংক।