মেহেরপুর নিউজ,২৩ সেপ্টেম্বর: মো: এবাদত হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে মেহেরপুরে যোগদান করেছেন।
রবিবার সকালে তিনি মেহেরপুর যোগদান করেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনেরে সাথে সাক্ষাত করেন। ২৩তম বিসিএস ক্যাডারের সদস্য এবাদত হোসেন এ আগে যশোরের চৌগাছা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সাকলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, আরডিসি মিনহাজুর ইসলাম প্রমুখ। সভার সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয়। এসময় জেলার ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।