মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে: মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে আজ সন্দ্ধ্যা সাড়ে ৭ টা থেকে মেহেরপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবিাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার সন্দ্ধ্যা সাড়ে ৭ টার দিকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে শহরে মাইকিং করে মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবিাস মালিক সমিতি। অপরদিকে একই দাবীতে শহরে মাইকিং এর মাধ্যমে মেহেরপুর চেম্বার অব কমার্স ও ইন্ডাষ্ট্রিজ পক্ষ থেকে আজ রাত ১০ টা পর্যন্ত প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলা হয়েছে,নির্দিষ্ট সময়ের মধ্যে হামলাকারীদের আটক করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে ব্যর্থ হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্দ্ধ করা সহ কঠোর কর্মসূচী নেওয়া হবে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ সুভাস চন্দ্র জানান,বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ ও র্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রনে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা।
পুলিশ ও গ্রামবাসীরা জানায়,আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুল মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে তাঁর কেনা আমবাগান থেকে কে বা কারা আম পাড়ছে এ সংবাদে দলবল নিয়ে ঘটনাস্থলে যায়। জমির প্রকৃত মাল্লিক দাবীদার একই গ্রামে জামাত মোল্লার লোকজন আম পাড়ার সময় গোলাম রসুল ও তার লোকজন বাঁধা দেয়ার চেষ্টা করে। এসময় উভয়ের মধ্যে কিছুটা বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ভবের পাড়া গ্রামের মেম্বার বগা’র ওপর গোলামের লোকজন চড়াও হয় এবং তাকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে গ্রামের লোকজনের রোষানলে পড়ে। এসময় বাগানের দাবীদার জামাত মোল্লার লোকজন ও এলাকাবাসীরা একত্রিত হয়ে গোলাম রসুলকে বেধড়ক লাঠিপেটা করে। এসময় গোলাম রসুল মারাত্নক জখম হলে সঙ্গীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর রমেশ ক্লিনিকে ভর্তি করে। বর্তমানে তিনি রমেশ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। রমেশ ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক জানান,আহত গোলাম রসুলের এক হাত ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশের আঘাত হয়েছে।