বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

By মেহেরপুর নিউজ

February 26, 2017

মেহেরপুর নিউজ,২৬ ফেব্রুয়ারি: চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাস চালক জামির উদ্দীনের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে মেহেরপুরে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রবিবার সকাল ৬টা থেকে মেহেরপুর সহ খুলনা বিভাগের ১০ জেলায় এ ধর্মঘট শুরু হয়েছে। এদিকে আকস্মিক পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার কারণে চরম বিপাকে পড়েছে সাধারণ বাস যাত্রীরা। তাদের দাবি আলোচনা সাপেক্ষে দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী। মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা জানান, চালক জামির উদ্দিনের দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাকে নি:শর্ত মুক্তি ছাড়া ধর্মঘট চলতে থাকবে। প্রসঙ্গত, গত বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জমির উদ্দিনের যাবজ্জীবন জেলের আদেশ দেন।