মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুলাই: শ্যালোইঞ্জিন চালিত যান নছিমন-করিমন ও ব্যাটারি চালিত অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। স›দ্ধ্যায় চুয়াডাঙ্গায় জরুরী বৈঠক শেষে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা দেন। মেহেরপুর আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্জ গোলাম রসুল জানান, সরকারের পক্ষ থেকে দাবী মেনে নেওয়ার প্রতিশ্রুতি পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য,আজ সোমবার সকাল ৬ টা থেকে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়।