বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অনুমতি ছাড়া ইটভাটা নির্মান করায় জরিমানা

By মেহেরপুর নিউজ

July 16, 2018

মেহেরপুর নিউজ, ১৬ জুলাই: অনুমতি ছাড়াই ইটভাটা তৈরী করার অপরাধে মেহেরপুর মোনখালী চকশ্যাম নগরের মাঝামাঝি স্থানে নির্মানাধীন এক ইট ভাটা মালিকের ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এর নেতৃত্বে সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত বসানো হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক রকিবুল হাসান জানান পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি ছাড়াই মুজিবনগর উপজেলার মোনখালী গ্রামের জাকের আলীর ছেলে চাঁদ আলী মোনাখালী ও চকশ্যামনগর গ্রামের মাঝামাঝি স্থানে অবৈধভাবে ইটভাটা তৈরী করেছিল। তিনি জানান ছোট জেলা মেহেরপুরের এমনিতেই অতিরিক্ত ইটভাটা রয়েছে। তার পরও চাঁদ আলী কোন রকম অনুমতি ব্যতিত ইটভাটা তৈরী করায় ইটভাটা নিয়ন্ত্রণ আইনের ৪ধারায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভাটা তৈরী না করার জন্য নিদের্শনা দেওয়া হয়।