ক্রিকেট

মেহেরপুরে অনুর্দ্ধ ১২ ক্রিকেটে মমতা ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

June 21, 2019

মেহেরপুর নিউজ, ২১ জুন : মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত অনুর্দ্ধ ১২ ক্রিকেটে মেহেরপুর ইয়াং টাইগার ও মমতা ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার দুপুরে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইয়াং টাইগার ও মমতা ক্রিকেট একাডেমী ১ রাত এমকেএসপিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়াং টাইগার ও মমতা ক্রিকেট একাডেমী ১৯ ওভার ৬ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাকিব ৩৯ রান করে।

জবাবে খেলতে নেমে এমকেএসপি ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে। জাহিদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বচিত হয়।

খেলা শেষে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।