ফুটবল

মেহেরপুরে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়

By Meherpur News

November 10, 2025

মেহেরপুর নিউজ;

তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়।

সোমবার বিকেলে জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে জুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়।