টপ নিউজ

মেহেরপুরে ৩০ মে অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

By মেহেরপুর নিউজ

May 27, 2021

মেহেরপুর নিউজ:

আগামী ৩০ মে থেকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।

মেহেরপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ৩০ মে উদ্বোধনী দিনে পিরোজপুর ইউনিয়ন এবং আমঝুপি ইউনিয়ন একে অপরের সাথে মোকাবেলা করবে। এদিকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সফল করার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ জুন মেহেরপুর স্টেডিয়াম মাঠে সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উপজেলা চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে।